Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ গঠনে নবীনদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ: নওশাদ জমির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১৯:১৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ২০:২৫

জনসংযোগ কর্মসূচিতে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। ছবি: সারাবাংলা

পঞ্চগড়: বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, ‘দেশ গঠনে নবীনদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতিতে একটা পরিবর্তন আসছে। এখন সকল মানুষ সচেতন। আমরা যারা রাজনীতিবিদ রয়েছি, আমরা যে চিন্তাভাবনা করি, তার থেকে সাধারন মানুষ বেশি অগ্রসর। আগের মতো নয় যে, নেতারা যা বলবে তাই হবে। তারা বিশ্বের সকল খবরাখবর মুহুর্তেই পেয়ে যাচ্ছে। দেশ গঠনে আর রাজনৈতিক পরিবর্তনে তাই নবীনদের মতামত প্রয়োজন।’

‘ঘরে ঘরে জনে জনে’ শিরোনামে গণসংযোগ কর্মসূচিতে বুধবার (২২ অক্টোবর) এসব কথা বলেন তিনি।

নওশাদ জমির আরও বলেন, ‘এই কথাটি মাথায় রেখে আমরা তরুনদের অংশগ্রহণে একটা রচনা প্রতিযোগিতার আয়োজন করেছি। এই প্রতিযোগিতায় ২০৫০ সালে বাংলাদেশকে এবং আমার জেলা পঞ্চগড়কে কিভাবে দেখতে চায় এই বিষয়ে লিখবে নবীনরা। এভাবে রাজনীতিতেও একটা নগুণগত পরিবর্তন আসবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘একটা প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্বেও এখানে গত ১৯ বছরে কোনো উন্নয়ন হয়নি। এখনো রাস্তাঘাট পাঁকা হয়নি। ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। গত কয়েকদিন থেকে পৌরসভার মানুষদের সঙ্গে কথা বলে আর ঘুরে ঘুরে এটা আমরা জানতে পেরেছি। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে আধুনিক পৌরসভা গঠনে আমরা কাজ করবো।’

এসময় জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান মুক্তিসহ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর