Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন: নাহিদ ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১৯:২২ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ২০:২৫

এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

ঢাকা: নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের আচরণ নিরপেক্ষ নয় এবং তাদের কর্মকাণ্ডে স্বচ্ছতার ঘাটতি তৈরি করছে।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া ও তাদের বর্তমান আচরণ আমাদের কাছে নিরপেক্ষ মনে হচ্ছে না, স্বচ্ছও নয়। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কাজ করার কথা ছিল, তারা সেটি করছে না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ইসিতে এখন পক্ষপাতিত্বের দৃশ্য স্পষ্ট। কিছু দলের প্রতি সহানুভূতি দেখানো হচ্ছে, আবার কিছু দলের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া গণতান্ত্রিক নির্বাচন আশা করা অবাস্তব। তাই আমরা মনে করি এই মুহূর্তে নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন।’

নাহিদ ইসলাম জানান, সরকার তাদের ‘জুলাই সনদে’ সই করার আহ্বান জানিয়েছে। তবে এ বিষয়ে এনসিপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে, সেটি নিশ্চিত হওয়ার পরই আমরা এতে সই করব। কেবল কাগজে সনদ সই করলেই হবে না; বাস্তবায়নের নিশ্চয়তা প্রয়োজন।’

তিনি বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। মামলাগুলোর বর্তমান অবস্থা, বিচার প্রক্রিয়ার রোডম্যাপ এবং সময়সীমা জানতে চেয়েছি। জনগণ এখন ন্যায়বিচার চায়, প্রতিশ্রুতি নয়।’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদের বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টাকেই। কোনোভাবেই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে তা করা যাবে না।’

বৈঠকে এনসিপি প্রতিনিধি দল প্রশাসনিক বিষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জানতে চেয়েছি, প্রশাসনে যে বদলিগুলো হচ্ছে, সেগুলো কোন নীতির ভিত্তিতে করা হচ্ছে। সরকারের নিরপেক্ষতা প্রমাণের জন্য এই প্রক্রিয়াগুলো স্বচ্ছ হতে হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে জনগণ ও রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে হবে। যদি নির্বাচন কমিশন দলীয় মনোভাবে কাজ করে, তবে পুরো নির্বাচনি প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। সরকারের ওপরই এর দায় বর্তাবে।’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে এনসিপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর