Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌথবাহিনীর অভিযানে জাল দলিল ও সিলসহ প্রতারক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ২০:২২ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ২১:১৯

আটক প্রতারক সোহেল রানা। ছবি: সারাবাংলা

গাজীপুর: গাজীপুরে ভুয়া সিল ব্যবহার করে জমির জাল দলিল ও পর্চা তৈরির সময় হাতেনাতে এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে গাজীপুর সদর উপজেলার জয়দেবপুরের চেয়ারম্যান পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে চক্রের সদস্য সোহেল রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ জানায়, এই প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন দফতরের ভুয়া সিল ও কাগজপত্র ব্যবহার করে জাল দলিল তৈরি করে আসছিল। গাজীপুরের বিভিন্ন এলাকায় একই জমির একাধিক দলিল তৈরির অভিযোগ পাওয়ার পর সেনাবাহিনী তদন্তে নামে। তদন্তে চক্রটির সন্ধান মেলে।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর গাজীপুর ক্যাম্পের মেজর ওয়ালিউল্লাহ। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেল, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে বিপুল পরিমাণ ভুয়া দলিল, সরকারি নথিপত্র এবং নকল সিল উদ্ধার করা হয়। আটক সোহেল রানা জানান, তিনি শুধু কাগজপত্র সরবরাহ করতেন, আসল কাজ করতেন অফিসের মালিক হাবিবুল্লাহ। এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের আশরাফ নামে এক কর্মচারীও তাদের অফিসে নিয়মিত যাতায়াত করতেন বলেও স্বীকার করেন তিনি।

গাজীপুর সদর মেট্রো থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, ‘ভূমি অফিস থেকে যেসব নথিপত্র সরবরাহের কথা, সেগুলো এখান থেকে জালভাবে তৈরি হচ্ছে—এমন অভিযোগ ছিল আর্মি ক্যাম্পে। আজকে যৌথবাহিনী আমাদের নিয়ে অভিযান চালায় এবং অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় আরও কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে।’

পুলিশ জানায়, আটক সোহেল রানাসহ পুরো চক্রের মূলহোতা দলিল লেখক হাবিবুল্লাহকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী এ চক্রের সঙ্গে জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর