Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতি মুর্মুর হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৫ ২১:০৮

হেলিকপ্টারটি অবতরণ করা মাত্র হেলিপ্যাডের একাংশের কংক্রিট ভেঙে যায়। ছবি: সংগৃহীত

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে; তবে রাষ্ট্রপতি মুর্মু অক্ষত আছেন। বুধবার (২২ অক্টোবর) দেশটির সর্বদক্ষিণের রাজ্য কেরালার থিরুভানান্থাপুরম জেলায় ঘটেছে এ ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে কেরালার থিরুভানান্থাপুরম জেলার প্রমোদোম স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করে দ্রৌপদী মুর্মুকে বহনকারী ভারতীয় বিমানবাহিনীর এমআই ১৭ চপার হেলিকপ্টারটি।

কিন্তু হেলিকপ্টারটি অবতরণ করা মাত্র হেলিপ্যাডের একাংশের কংক্রিট ভেঙে যায়। ফলে চাকা বসে যাওয়ায় খানিক্ষণের জন্য বেসামাল হয়ে যায় হেলিকপ্টারটি।

বিজ্ঞাপন

দ্রৌপদী মুর্মুর অবশ্য কোনো ক্ষতি হয়নি। তিনি নিরাপদেই হেলিকপ্টার থেকে অবতরণ করেছেন বলে জানা গেছে।

রাষ্ট্রপতির নিরাপত্তা বহরে থাকা কর্মকর্তাতের একজন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, হেলিকপ্টারটির অবতরণ করার কথা ছিল পম্বা জেলার নিলাক্কালে। কিন্তু সেখানে আবহাওয়া খারাপ থাকায় প্রমোদম স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করে সেটি।

সবরিমালা মন্দির পরিদর্শন ও সেখানে প্রার্থনার জন্য চার দিনের সফরে কেরালা গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গতকাল ২১ তারিখ সন্ধ্যায় থিরুভিনান্থাপুরম বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তার কেরালা সফর শেষ হবে আগামী ২৫ অক্টোবর।

বিজ্ঞাপন

রিজার্ভ ছাড়াল ৩২ বিলিয়ন ডলার
২২ অক্টোবর ২০২৫ ২৩:০৫

আরো

সম্পর্কিত খবর