ঢাকা: ব্যবসা প্রসারের লক্ষ্যে স্যাটেলাইট ভিত্তিক বৈশ্বিক ইন্টারনেট সেবা স্টারলিংক এর একটি প্রতিনিধি দল দেশের সবচেয়ে বড় আইটি ডিসট্রিবিউটর কোম্পানি গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হেড অফিস ভ্রমণ করেছে। গত ১৯ অক্টোবর স্টারলিংকের প্রতিনিধিরা প্রতিষ্ঠানটির অফিসে আসে।
বুধবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্পেসএক্স থেকে ওশান বীরাসিংহে, ব্রায়ান শিন এবং নাটালি রাইডার ও গ্লোবাল ব্র্যান্ড পিএলসির চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, মার্কেটিং হেড সেলিম বাদলসহ আরও অনেকে।
বাংলাদেশের দুর্গম এলাকায় গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর মাধ্যমে স্টারলিংক এর সেবা কিভাবে বাড়ানো যায়, ৩০টি ব্রাঞ্চের মাধ্যমে কিভাবে দ্রুত সাপোর্ট দেওয়া যাবে ও ভবিষ্যৎ এ স্টারলিংকের প্যাকেজ ক্রয়ে আর সহজ উপায় নিয়ে বৈঠকে আলোচনা হয়। নেটওয়ার্ক প্রযুক্তির আলো এবার পৌঁছাবে পাহাড়, চর ও প্রত্যন্ত গ্রামেও—গ্লোবাল ব্র্যান্ড পিএলসি ও স্টারলিংকের হাত ধরে- এমনটিই বলছে প্রতিষ্ঠানটি।