Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় নদীর চর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ২৩:২৪

প্রতীকী ছবি

পাবনা: পাবনা জেলার সুজানগর উপজেলায় পদ্মা নদীর চর থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) রাতে উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের পদ্মা নদীর চরে পড়ে থাকা অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে হত্যার পর চরে নিয়ে গিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় মেলেনি। অনুসন্ধানের জন্য বিভিন্ন থানায় এ মর্মে তথ্য পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার জেলা মর্গে পাঠানো হবে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।‘

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বাউফলে ১০ দলীয় জোটের সমাবেশ
২৫ জানুয়ারি ২০২৬ ০৮:২১

আরো

সম্পর্কিত খবর