Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উগান্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬৩

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫ ০৮:২৩ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ০৯:৪৮

ছবি: রয়টার্স

উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে দুটি বাসের মধ্যে সংঘর্ষে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে কাম্পালা থেকে গুলু অভিমুখে যাওয়া বাসটি এটি লরিকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা অন্য বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এড়াতে চালকদের মধ্যে একজন গাড়ি ঘুরিয়ে দিয়েছিলেন। কিন্তু ‘চেইন রিঅ্যাকশন’ সৃষ্টি হয়, যার ফলে কমপক্ষে চারটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বেশ কয়েকবার উলটে যায়।

বিপরীত দিকের দুটি বাস তাদের পেছনে থাকা যানবাহনকে ওভারটেক করছিল। তখন কিরইয়ানদঙ্গ শহরের কাছে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

বিজ্ঞাপন

উগান্ডার রেডক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা বলেছেন, ভয়াবহ এ দুর্ঘটনার পর হাত-পা ভেঙে যাওয়া আহতরা দীর্ঘ সময় রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন।

উল্লেখ্য, উগান্ডার সড়কগুলো সরু হওয়ায় প্রায়ই এমন দুর্ঘটনার ঘটনা ঘটে। সাধারণত অতিরিক্ত গতির কারণে প্রায় ওই স্থানে হতাহতের ঘটনা ঘটে।

উগান্ডায় ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ১৪৪ জন নিহত হয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, এর আগের বছর ২০২৩ সালে সড়কে প্রাণ গিয়েছিল চার হাজার ৮০৬ জনের এবং ২০২২ সালে নিহত হন চার হাজার ৫৩৪ জন। দেশটিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে বিক্রয় ডটকম
২৩ অক্টোবর ২০২৫ ১১:৪৫

শাবিপ্রবিতে কাজের সুযোগ
২৩ অক্টোবর ২০২৫ ১১:৩৯

আরো

সম্পর্কিত খবর