প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছিলেন তারা। তবে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে অবিশ্বাস্যভাবে সুপার ওভারে হেরে যায় বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মিরপুরে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে আজও প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মেহেদি হাসান মিরাজ।
সিরিজের প্রথম ম্যাচে অল্প পুঁজি নিয়েও ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর এক লড়াই শেষে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে মাত্র ১ রানে হেরে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করেন মিরাজরা।
আজ সিরিজ নির্ধারণী ম্যাচে সেই মিরপুরেই মুখোমুখি দুই দল। এই ম্যাচের জন্য আগের ম্যাচের একাদশই মাঠে নামাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, খ্যারি পিয়ের, শেরফেন রাদারফোর্ড, আকিল হোসেন, আকিম ওগিস।