Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যা মামলার পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ১৪:৪৮ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৭:৩৪

গ্রেফতার মো. খবির খান। ছবি: সংগৃহীত

বাগেরহাট: বাগেরহাটের চাঞ্চল্যকর আবুল কালাম খান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৬।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ (খুলনা) ও র‌্যাব-১০ (ঢাকা)-এর একটি যৌথদল রাজধানীর কামরাঙ্গীচরের ছাতা মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে মো. খবির খান (৪৫)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. খবির খান বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার ঢেপুয়ারপাড় এলাকার মৃত নূর ইসলামের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. খবির খান জানায়, নিহত আবুল কালাম খান ও আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই গত ৪ অক্টোবর সন্ধ্যায় মোরেলগঞ্জ থানার ঢেপুয়ারপাড় এলাকার শেখপাড়া কাঠের পুল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

বিজ্ঞাপন

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান জানান,মামলার এজাহার অনুযায়ী, ৫নং আসামি কৌশলে ভিকটিম আবুল কালাম খান ও তার ভাইকে ডেকে নিয়ে আসে। এরপর গ্রেফতারকৃত আসামি খবির খানসহ অন্যান্য আসামিরা রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন আবুল কালাম খান। পরে স্থানীয়রা তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করেন। আহত ভাইকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর নিহতের ছেলে সুমন খান বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওসি আরও জানান, গ্রেফতার খবির খান চাঞ্চল্যকর আবুল কালাম খান হত্যা মামলার এজাহারভুক্ত ২নং আসামি। তিনি পলাতক ছিলেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

ইসিকে বিএনপির ৩৬ প্রস্তাব
২৩ অক্টোবর ২০২৫ ১৭:২০

আরো

সম্পর্কিত খবর