ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবারের ওয়ানডে সিরিজের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে মিরপুরেই সেই ‘কালো’ পিচ। প্রথম দুই ম্যাচে রান তুলতে ব্যাটারদের রীতিমত ঘাম ছুটে গেছে। এবার সেই পিচেই দেখা গেল অবিশ্বাস্য এক কাণ্ড। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান গড়লেন ইতিহাস। ১৭৬ রানের ওপেনিং জুটি গড়ে মিরপুরের মাঠে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওপেনিং জুটির মালিক হলেন এই দুই ব্যাটার।
আজ টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। শুরু থেকেই অবিশ্বাস্য ব্যাটিং করেছেন সাইফ-সৌম্য জুটি। ক্যারিবিয়ান বোলারদের তুলোধুনো করে পার করেছেন শতরানের জুটি। ওয়ানডেতে ৪৫ ইনিংস পর ওপেনিংয়ে শতরান পার করল বাংলাদেশ।
১০০ তুলেই থামেনি এই জুটি। মাত্র ২৫ ওভারেই ১৭৬ রান তোলেন সাইফ-সৌম্য জুটি। আর এতেই নতুন রেকর্ড গড়লেন দুই ব্যাটার। মিরপুরের মাঠে এটিই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওপেনিং রানের জুটি।
আজকের আগ পর্যন্ত এই রেকর্ডের মালিক ছিলেন এনামুল হক বিজয় ও ইমরুল কায়েস। ২০১৪ সালের এশিয়া কাপে এই দুই ওপেনার গড়েছিলেন ১৫০ রানের রেকর্ড জুটি। ১১ বছর পর তাদের রেকর্ড ভাঙলেন সৌম্য-সাইফ।
মিরপুরে সব মিলিয়ে এটি ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি। ২০১২ সালে পাকিস্তানের নাসির জামশেদ ও মোহাম্মদ হাফিজ ২২৪ রানের জুটি গড়েছিলেন।