Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনে আড়াইশ কোম্পানির দর বাড়ল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ১৫:৫২ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৭:৩৩

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষে হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে প্রায় আড়াইশ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

সূত্র মতে, সকালে ইতিবাচক শুরুর পর বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ডিএসই প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৫ দশমিক ১৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৪৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসই’র অপর সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১০৮৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৩ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১৯৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

আজ ডিএসই-তে ৪৬৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৫৫ কোটি টাকা।

এদিন ডিএসই-তে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪৯টি কোম্পানির, বিপরীতে ৮০ কোম্পানির দর কমেছে। আর ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

অপরদিকে সিএসই-তে বৃহস্পতিবার ১৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৯৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১০টির, কমেছে ৫৮টির এবং পরিবর্তন হয়নি ২৬টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১৩ পয়েন্টে।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর