সিরিজ নির্ধারণী ম্যাচে মিরপুরে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাটিংয়ে নেমে মিরপুরের কালো উইকেটে ক্যারিবিয়ানদের বিপক্ষে ২৯৬ রানের বিশাল পুঁজি পেয়েছে বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে নাসুম আহমেদের ঘূর্ণি তোপে ৫০ রানের আগেই ৪ উইকেট হারিয়ে ধুঁকছে উইন্ডিজরা।
৫ম ওভারেই আঘাত হানেন নাসুম। ১৫ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে আলিক আথানজে। ২৮ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ক্যারিবিয়ানরা। এবারও উইকেট পেয়েছেন নাসুম। শূন্য রানে ফিরেছে অগাস্তে।
নাসুম তার তৃতীয় উইকেট শিকার করেন ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে। দলীয় ৩৫ রানের মাথায় ফেরেন ১৮ রান করা কিং। চতুর্থ উইকেটের পতন ঘটে শাই হোপ ফিরলে।
দলীয় ৪৬ রানের মাথায় হোপে ফেরান তানভির। হোপ ফিরেছেন ৪ রান করে। এখন পর্যন্ত ১৭ ওভার শেষে ৬১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ।