Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে: শিমুল বিশ্বাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ১৯:১৪ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ২০:৪১

বক্তব্য দিচ্ছেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। ছবি: সারাবাংলা

পাবনা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ‘এই দেশ আমাদের। তাই দেশ গঠনে দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের দায়িত্ব সমান। তাই কর্মক্ষেত্রে নিজ নিজ দক্ষতার ও সততার প্রমান করতে হবে। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’

বৃহস্পতিবার ( ২৩ অক্টোবর ) পাবনা প্রেসক্লাবের মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইজ্ঞিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) পাবনা জেলা শাখার আয়োজনে পাবনা জেলা নির্বাহী কমিটির শপথগ্রহণ অনুষ্ঠানে আইডিইবি ও অবসরপ্রাপ্ত এলজিইডি উপজেলা প্রববীন সদস্য প্রকৌশলী মো. ওয়ারেছ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় তিনি আরো বলেন, ‘দেশ গঠনে প্রকৌশলীদের যথেষ্ট ভূমিকা রয়েছে। আমি বিশ্বাস করি এই প্রকৌশলীরাই আগামী দিনের দেশ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।’’

শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি নূর মোহাম্মদ মাসুম বগা, ডিইএব, পাবনা জেলা কমিটির সদস্য সচিব প্রকৌ: তানজিল আবেদীন, নবগঠিত কমিটির সভাপতি ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর মো. মহসীন আলী প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ও পাবনা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. দেলওয়ার হোসেন।

সারাবাংলা/জিজি