Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিশিং ট্রলারসহ ৯ ভারতীয় জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ২০:১৫ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ২১:১৬

অটক ভারতীয় ফিশিং ট্রলার। ছবি: সারাবাংলা

বাগেরহাট: বঙ্গোপসাগর থেকে ফের ফিশিং ট্রলারসহ ৯ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে ট্রলারটি আটক করা হয়।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, আটক ট্রলারে প্রায় দেড় মেট্রিক টন টুনা মাছ রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এসব মাছের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, মোংলা সমুদ্র বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগরে ‘এফবি এনি’ নামক একটি ভারতীয় ফিশিং ট্রলার বুধবার বিকেলে আটক করেছে টহলরত নৌবাহিনী। ট্রলারটি সমুদ্র সীমা লঙ্ঘন করে বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ শিকার করছিল। আটক ট্রলারে ৯ ভারতীয় জেলে রয়েছে। তাদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকায়। ট্রলারটি বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাটের মোংলার ফেরিঘাটে নিয়ে আসে নৌবাহিনী। এরপর জেলেদেরকে থানায় হস্তান্তর করে। আটকদের বিরুদ্ধে সমুদ্র সীমা লঙ্ঘন আইনে মামলা দায়ের করা হবে।

বিজ্ঞাপন

এর আগে গত ১৭ অক্টোবর একটি, জুলাইয়ে দুটি এবং আগস্ট মাসে একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে নৌবাহিনী।

সারাবাংলা/জিজি