Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাসার বাংলাদেশ পর্ব বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন বেসিস প্রশাসক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ২০:৪৮

পুরস্কার তুলে দেন বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান।

ঢাকা: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫ এ বাংলাদেশ পর্বের বিজয়ী ২৭টি দলের হাতে পুরস্কার তুলে দিয়েছেন বেসিস প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেসিস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিস প্রশাসক। আরও উপস্থিত ছিলেন নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫, বাংলাদেশ পর্বের বিজয়ী ২৭টি দলের বিজয়ী ও তাদের অবিভাবক ও বেসিস স্টুডেন্টস ফোরামের সদস্যরা।

এবার টানা ১২তম বারের মতো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর পৃষ্ঠপোষকতায়, বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫, বাংলাদেশ পর্বের আয়োজন করে। ৩ থেকে ৪ অক্টোবর প্রথমবারের মতো ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। বিগত ১১ বছরে বিশ্বব্যাপী এই প্রতিযোগীতায় টানা তিনবারসহ সর্বমোট চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বলেন, ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতার মাধ্যমে বেসিস নতুন দিগন্তের দরজা খুলে দিচ্ছে। এর মাধ্যমে মহাকাশ সম্পর্কে আমাদের দেশের তরুণ প্রজন্মের উপলব্ধি এবং উদ্ভাবন উভয় ক্ষেত্রেই সক্ষমতার জানান দিচ্ছে। আমরা বর্তমানে একটি নতুন শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। যেখানে প্রযুক্তিগত অগ্রগতি, শিল্প এবং সমাজকে নতুন আকার দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, এই প্রতিযোগিতা আমাদের তরুণদের আগামী দিনের বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ হওয়ার জন্য উত্সাহিত করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের তরুণ প্রজন্ম তাদের মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে এইবারেও বিশ্বজয়ের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরবে।’

সারাবাংলা/ইএইচটি/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর