কুমিল্লা: কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার ইয়াসমিন আক্তারের ৯৪ শতক আয়তনের পুকুর দখল করে মাছ ধরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় দুর্বৃত্তরা।
এমন অভিযোগ এনে কোতয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মেম্বার ইয়াসমিন আক্তারের স্বামী মো: ফিরোজ আহাম্মদ ।
স্থানীয় মিরপুর এলাকার বাসিন্দা মো. সোহেল, মনির হোসেন (মনু মিয়া), মো. জাকির হোসেন (৫০), মো. সফিক মিয়া (৫৫), রুহুল আমীন (৪৫), রুপ মিয়ার ছেলে মো. সোহেলকে অভিযুক্ত করে থানায় অবহিত করা হয়।
মো. ফিরোজ আহমেদ জানান, ‘আমাদের মালিকানাধীন দখলীয় সরকারি রিকুজিসনকৃত ১৯/৫৯ মূলে দখলীয় বাড়ির সামনের পুকুর রয়েছে, যেখানে আমরা মাছ চাষ করি। উপরে উল্লেখিত ৭/৮ জন ব্যাক্তি আইন-কানুনের তোয়াক্কা না করে বিগত বছরের ৬ আগস্ট পুকুরটি দখল করার চেষ্টা করে। এরা কয়েকবার জোরপূর্বক মাছ ধরে নিয়ে যায়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে তারা এসে পুকুরের বাশঁগুলো উঠিয়ে নিয়ে যায় এবং বলে যায়, আজ রাতে তারা সব মাছ তুলে নিয়ে যাবে। তারা ইতিপূর্বে বহুবার আমার পুকুরের মাছ রাতের আধারে বিষ দিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে এবং মাছ ধরে নিয়ে গেছে। যার দরুন আমার আর্থিক ক্ষতি হচ্ছে। আর এ বিষয় নিয়ে যদি আমি বেশি বাড়াবাড়ি করি, তাহলে তারা আমাকে ও আমার পরিবারকে এলাকায় থাকতে দিবে না, হত্যা করে লাশ গুম করবে এবং সন্ত্রাসী দ্বারা মারধর করবে বলে হুমকি দিয়ে গেছে। এমতাবস্থায় আমরা প্রাণহানির আশঙ্কা করছি, সেই সঙ্গে মাছগুলো আজ রাতে লুট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
এ বিষয়ে জানার জন্য অভিযোগে উল্লেখিত দুই ব্যক্তির নাম্বারে একাধিকবার কল দিলেও তারা কল রিসিভ করেননি।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘আমরা বিকেলে অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়ে আমি আমার একজন অফিসারকে দায়িত্ব দিয়েছি। আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।’