Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় জামায়াতের রুকন সম্মেলন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ২১:২০ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ০০:০৯

বক্তব্য দিচ্ছেন অধ্যাপক আবু তালেব মন্ডল। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ায় জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে শহরের কলোনী শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে এ সম্মলনের আয়োজন করে শহর জামায়াত। এতে সভাপতিত্বে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্র কর্তৃক দায়িত্বপ্রাপ্ত বগুড়া শহর শাখার প্রিজাইটিং অফিসার ও পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।

বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি সেক্রেটারি রফিকুল আলম, সহকারি সেক্রেটারি অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, এ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, মোহাম্মদ আব্দুস সালাম তুহিন, অ্যাডভোকেট মোহাম্মদ শাহিন মিয়া, মাওলানা হেদাইতুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম আকন্দ, নিজাম উদ্দিন প্রমুখ।

সম্মেলনে প্রধান অতিথি অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ‘বাংলাদেশকে একটি আদর্শ ও কল্যাণ রাস্ট্র গঠনে সবাইকে নির্বাচনের মাঠে ঝাপিয়ে পড়তে হবে। কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠা হলে সকল প্রকার খুন, ধর্ষণ, রাহাজানি বন্ধ হবে। জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার না হলে এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তাই দেশে ছাত্র-জনতা হত্যাসহ সকল মানবতাবিরোধী অপরাধের বিচার দৃশ্যমান করতে হবে ‘

এদিন সম্মেলনে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির নির্বাচনে বগুড়া শহর জামায়াতের দেড় হাজারের বেশী রুকন (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

সাভারে স্টার টেকের নতুন শাখা
২৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৬

আরো

সম্পর্কিত খবর