ঢাকা: জুলাই সনদে সই করা অনেকেই এখন নিজেদের সই প্রত্যাহারের চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সাংবিধানিক বা আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি। এনসিপি জুলাই সনদে সই করেনি—এটা ইতিহাস হয়ে থাকবে। কিন্তু আমাদের কাছে তথ্য আছে, যারা সই করেছেন, তাদের অনেকেই এখন তা প্রত্যাহারের চেষ্টা করছেন।’
তুষার আরও বলেন, ‘রাজনৈতিক দলের ডাকে যখন কেউ মাঠে নামেনি, তখন কেবল নাহিদ ও আসিফের ডাকেই রাজপথে জনস্রোত নেমেছিল। ছাত্রদের নামে ফোড়ন কাটার আগে রাজনৈতিক দলগুলোকে এসব বিষয় ভাবতে হবে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘প্রতীক নিয়ে এনসিপিকে পরিকল্পিতভাবে ভোগান্তিতে ফেলা হচ্ছে। শাপলা প্রতীক যদি এনসিপিকে না দেওয়া হয়, তবে তা বোঝা যাবে যে এনসিপিকে নির্বাচন থেকে বাইরে রাখার চেষ্টা চলছে।’
তুষার আরও দাবি করেন, ছাত্র আন্দোলনের পর রাজনৈতিক দলগুলো বারবার প্রতারণা করায় ছাত্ররাই এখন নিজেদের রাজনৈতিক দল গঠন করেছে।