ঢাকা: দক্ষিণ বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় আবারও লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দেখা দিয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ রাতের মধ্যে এ লঘুচাপ তৈরি হতে পারে।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে—চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের বাকি অংশের আকাশ আংশিক মেঘলা থেকে প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
তবে, আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়াবিদদের মতে, নতুন লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হলে উপকূলীয় এলাকায় আবারও বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।
এদিকে, পূর্ব বঙ্গোপসাগরে বাতাসের গতিবেগ বৃদ্ধি পেয়েছে এবং সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, অক্টোবরের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে লঘুচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবণতা মৌসুমের স্বাভাবিক বৈশিষ্ট্য। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ বছর এ ধরনের সিস্টেমের সংখ্যা বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে।