Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একসঙ্গেই দাফন হবে তিন বন্ধুর, এলাকায় শোকের ছায়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ১৩:৫২ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৫:৫৫

সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধু। ছবি: সংগৃহীত

নরসিংদী: খাবার কিনতে গিয়ে আর ফিরে আসা হয়নি তিন বন্ধুর। যাত্রীবাহী বাসের চাপায় সড়কেই প্রাণ হারিয়েছেন তারা। তাইতো দাফন করা হবে একই গ্রামের সামাজিক কবরস্থানে। তিন বন্ধুর একসঙ্গে প্রয়াণে শোকের ছায়া নেমেছে রাইনাদী এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, সারাদিনের কাজ শেষ করে রাতের আড্ডায় একত্রিত হয়ে খাবার কিনতে রাইনাদীর নিজ এলাকা থেকে মাধবদী যায় তিন বন্ধু। সেখান থেকে ফিরে আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের রাইনাদী এলাকায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী দ্রুতগতির যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন সিয়াম ও সাব্বির। গুরুত্বর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পর মৃত্যু হয় আরেক বন্ধু ফাহিমের। নিহত সকলেই নরসিংদীর শেখেরচর ও নারায়ণগঞ্জের বান্ডি বাজারের কাপড় দোকানের কর্মচারী ছিলেন।

বিজ্ঞাপন

ফাহিম কাপড়ের দোকান ছাড়াও অতিরিক্ত সময়ে মাধবদী শহরে ইজিবাইক চালিয়ে আয়-রোজগার করতেন। এলাকায় খুবই নম্র-ভদ্র হিসেবে পরিচিত এই তিন যুবকের মর্মান্তিক দুর্ঘটনায় তাদের মৃত্যুতে শোকাহত স্থানীয়রা। পাশাপাশি উপার্জনক্ষম ছেলেদের হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, দ্রুত গতির যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর আরো একজন নিহত হয়েছে। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছে বাসের চালক ও সহযোগি।

শুক্রবার আসরের নামাজের পর রাইনাদী মহল্লার সামাজিক কবরস্থানে দাফন করা হবে তিন বন্ধুকে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

শীতের সবজির দামে কমতি ভাব
২৪ অক্টোবর ২০২৫ ১৫:৩৩

আরো

সম্পর্কিত খবর