Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিভিন্ন দল থেকে ৩৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ১৪:০২ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৫:৫৪

জামায়াতে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করা হয়। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৩৩ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের রায়পুর কুস্তা ফুলবাড়ি মাঠে ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত অনুষ্ঠানে তারা সংগঠনটিতে যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সহ-সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম রাজু।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলা আমির মাওলানা মো: আব্দুর রহমান, সেক্রেটারি মো: গোলাম রব্বানী, উপজেলার নায়েবে আমির মো: আনোয়ারুল হক বিএসসি, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, কর্ম পরিষদের সদস্য আবু আইয়ুব সাঈদী, শেখ সাদী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি বোরহান উদ্দিন, পৌর জামায়াতের বায়তুল মাল সম্পাদক আব্দুস সাত্তার, পৌর শিবিরের সভাপতি রাশেদ, ভাটগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির মো: জুলফিকার আলী প্রমুখ।

বিজ্ঞাপন

জামায়াতে যোগ দেওয়া কর্মীদের মধ্যে ছিলেন-ফারুক হোসেন, আব্দুর রহিম, গোলাম রব্বানী, আলম রেজা, ইউসুফ আলী, মো: বদিউজ্জামান, আতাউর রহমান, মোরশেদুল ইসলাম, শাকিল আহমেদ, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, সেকেন্দার আলী, আব্দুল হাকিম, শাহিন হাসান, আব্দুল আলিম, খোরশেদ মোস্তাকসহ প্রমুখ।

অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদ্য যোগদানকারী ফারুক হোসেন বলেন, ইসলামিক আদর্শের প্রতি অবিচল আস্থা এবং দেশে সৎ নেতৃত্ব কায়েমের লক্ষ্যেই তারা জামায়াতে ইসলামীর পতাকাতলে এসেছেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

শীতের সবজির দামে কমতি ভাব
২৪ অক্টোবর ২০২৫ ১৫:৩৩

আরো

সম্পর্কিত খবর