ময়মনসিংহ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহের নান্দাইলে লিফলেট বিতরণ
কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) দিনব্যাপী এ কর্মসূচির নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মামুন বিন আব্দুল মান্নান।
দিনব্যাপী কর্মসূচি চলাকালে নান্দাইল চৌরাস্তা বাজারের দোকানপাটসহ বিভিন্ন জনবহুল এলাকায় সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দেন তিনি।
এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে তিনি বলেন, ‘৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের মানুষ ন্যায়বিচার,সমঅধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে।’