Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ১৬:০৪ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৭:৫৩

প্রতীকী ছবি।

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম ওই গ্রামের ভেলু মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সংঘর্ষে ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন জাহিদুল ইসলাম। আহত দুইজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলাইমান হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর