Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এবার: প্রেস সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ১৬:৫২ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৮:৩৪

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। নির্বাচনের বিষয়ে সব দল একমত হয়েছে। তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত। এবারের নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৪ অক্টোবর) মাগুরা-ঢাকা সড়কের নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘জুলাই শহিদদের জাতি যেন স্মরণে রাখে, সেই লক্ষ্যে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।’

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ আছে কিনা এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, ‘গুম-খুনের সঙ্গে জড়িত আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। তারা টাকার বিনিময়ে নির্বাচন করেছে, ভোট কারচুপি করেছে। এবার সেসব ঘটবে না। জনগণ ভোটকেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।’

বিজ্ঞাপন

জুলাই সনদে কিছু রাজনৈতিক দল সই না করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘অধিকাংশ দলই একমত হয়ে সনদে সই করেছে। যারা করেনি, তাদের মধ্যে কেবল কিছু মতপার্থক্য রয়েছে। এর বাইরে সব বিষয়ে তারা একমত।’

জাতীয় নির্বাচনে ‘না’ ভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘আরপিওতে না ভোট রাখা হয়েছে, যাতে কোনো ক্ষেত্রে একজন প্রার্থী থাকলে জনগণ চাইলে তার বিপরীতে না ভোট দিয়ে তাকে প্রত্যাখ্যান করতে পারে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর কেউ নির্বাচিত হওয়ার সুযোগ পাবে না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর