Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় সিএনসি মেশিন মালিক সমিতির কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ১৭:৫৩ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৭:৫৫

বগুড়া: বগুড়া অঞ্চল সিএনসি মেশিন মালিক সমিতির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে শহরের জলেশ্বরীতলা স্থানীয় একটি হোটেলে এ কর্মশালার আয়োজন করা হয়।

বগুড়া অঞ্চল সিএনসি মেশিন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চীফ কনসালটেন্ট মো. নইমুল হোসেন খান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া অঞ্চল সিএনসি মেশিন মালিক সমিতির সভাপতি মো. সাব্বির রহমান।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিজনেস ডেভেলপমেন্ট পিডিলাইটের ম্যানেজার আবু হাম্মাদ চৌধুরী, এশিয়া কোটিং প্রাঃ লিমিটেডের হেড অফ রাকিব চৌধুরী, বগুড়া জেলা ফার্নিচার মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক সাজু, বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব লিটন প্রমুখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বগুড়া অঞ্চল সিএনসি মেশিন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. রিপন মিয়া।