Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি মাসেই ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ১৭:৫৪ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ২০:১৬

শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ – ছবি : সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চলতি মাসের মধ্যেই ২০০ আসনে নিজেদের প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “চলতি মাসেই ২০০ আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে। প্রার্থীদের মধ্যে আন্দোলনে সক্রিয়, ত্যাগী এবং জনগণের কাছে গ্রহণযোগ্য নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে।”

তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে বিএনপি’র আলোচনা চলছে। তবে আনুষ্ঠানিকভাবে জোটভুক্ত হওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

সালাহউদ্দিন বলেন, “এনসিপির সঙ্গে রাজনৈতিক আলোচনা হচ্ছে। তবে বিএনপি ও এনসিপি জোটে যাবে কি না, সেটা দেখতে কিছুটা অপেক্ষা করতে হবে। যেভাবে আরপিও পাস হয়েছে, তাতে ছোট দলগুলো এখন জোটবদ্ধ নির্বাচনে আগ্রহ হারাতে পারে।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর