Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নভেম্বরের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান’

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ১৮:৫২ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ২০:৫০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাদের দলের নির্বাহী প্রধান তারেক রহমান নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। তিনি দেশে ফিরে আসন্ন জাতীয় নির্বাচনে সরাসরি নেতৃত্ব দেবেন।’

২০০৭ সালের এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হওয়ার পর ২০০৮ সালে লন্ডনে যান তারেক রহমান। এরপর গত ১৭ বছরে তিনি আর দেশে ফেরেননি। তার অনুপস্থিতিতে আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয় এবং পাঁচ মামলায় সাজা দেওয়া হয়। এমনকি তার বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা জারি ছিল।

বিজ্ঞাপন

তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয়। এরপর থেকেই তারেক রহমান ফের আলোচনায় আসেন। ইতোমধ্যে সব মামলায় তিনি খালাস পেয়েছেন।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান জানান, তিনি খুব শিগগির দেশে ফিরবেন। সেই ঘোষণার পর থেকেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

দলের সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশে ফিরতে চান তিনি। বিএনপির প্রার্থী বাছাই, নির্বাচনি কৌশল ও ভবিষ্যৎ সরকার গঠনের প্রস্তুতিতে সরাসরি নেতৃত্ব দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

তারেক রহমান নিজেও নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর