ঢাকা: বিশেষ নিয়োগ ও সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোসহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। পরে শাহবাগ মোড়ের আগে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় অনেককে ব্যারিকেড সরাতে টানাটানি এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এদিকে, চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ব্যানারে গত ১৯ অক্টোবর থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে টানা পাঁচ দিন ধরে এ কর্মসূচি চলছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ৪০ থেকে ৫০ জন প্রতিবন্ধী গ্র্যাজুয়েট থালা-বাটি নিয়ে ভুখা মিছিল করেন।
সংগঠনের আহ্বায়ক মো. আলী হোসেন বলেন,‘আমরা শান্তিপূর্ণভাবে যমুনার দিকে যাচ্ছিলাম কিন্তু পুলিশ আমাদের পথ আটকে দিয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।’
এ সময় সংগঠনটির সদস্য সচিব আলিফ হোসেন, ডাকসুর সদস্য ও যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ কামরুজ্জামান, আব্দুল ওয়াহেদ, কামাল হোসেন পিয়াস ও প্রতিনিধি আজাদ হোসেন উপস্থিত ছিলেন।
৫ দফা দাবি হলো-
- প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে।
- প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণ করতে হবে।
- জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করে শ্রুতিলেখক মনোনয়নে স্বাধীনতা দিতে হবে।
- সমাজসেবা অধিদফতরের অধীন ব্রেইলভিত্তিক শিক্ষা কার্যক্রম ও পিএইচটি সেন্টারের শূন্য পদে দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে।
- প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করতে হবে।