Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসকন নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ মিছিল

রাবি করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ১৯:৪৬

দেশব্যাপী মুসলিম নারীদের ধর্ষণ, সম্মানিত আলেমদের গুম, উগ্র হিন্দুত্ববাদী ইসকনের অপতৎপরতা ও প্রশাসনের নির্লিপ্ততার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা ‘সচেতন মুসলিম শিক্ষার্থীবৃন্দ, রাবি’-এর ব্যানারে এ বিক্ষোভ করেন তারা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

এসময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘আবু সাঈদের বাংলায়, ইসকনের ঠাঁই নাই’, ‘ব্যান ব্যান, ইসকন’, ‘ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ধরি ধরি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না’, ‘ইসকনের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ইসকনের চামড়া, তুলে নেব আমরা’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এ সময় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইকরামুল হাসান ফাহিম বলেন, ‘আমি ইসকন নিষিদ্ধ করার জন্য স্লোগান দিয়েছি, দরকার হলে রক্ত দেব। ইসকন দিল্লির গোলাম, এই বাংলায় তাদের ঠিকানা হবে না। ইসকনকে বাংলাদেশের মাটি থেকে মুছে দিতে ও প্রিয় বাংলাদেশ রক্ষার জন্য মালিকের কাছে হাত পেতেছি।’

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার বলেন, ‘আমরা বলে দিতে চাই, আমাদের আবেগ নিয়ে খেলবেন না, আমাদের ধৈর্য্যের পরীক্ষা নেবেন না। গত বছর ইসকন নামের হিন্দুত্ববাদী সংগঠন আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছিল। এক বছর পার হয়ে গেলেও আমরা ভাই হত্যার বিচার এখনো পাইনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, আমাদের মা-বোনদের নিয়ে, আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা বরদাশত করব না।’

উল্লেখ্য, বিক্ষোভ মিছিলে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর