Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ-ছাত্রলীগের সঙ্গে জড়িতরা এনসিপিতে নয়: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ২১:৩৪

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সারাবাংলা

ঢাকা: ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত কেউ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে পারবে না বলে জানিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পরিবাগে আবু সাইদ কনভেনশন হলে অনুষ্ঠিত এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘অন্য দলের যেকোনো ভালো মানুষদের জন্য এনসিপির দরজা খোলা। কিন্তু যারা গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ বা ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন, তাদের জন্য এই দলে কোনো জায়গা নেই। এনসিপি তার আদর্শের প্রশ্নে আপসহীন।’

তিনি আরও বলেন, ‘এনসিপি যদি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে পারে, তাহলে আজ থেকে দুই বছর পর এটি বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য রাজনৈতিক দলে পরিণত হবে।’

বিজ্ঞাপন

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘কেউ যেন নিজের স্বার্থে অন্যকে টেনে নামাতে না চায়। কারও বিরুদ্ধে অযথা অভিযোগ দিয়ে এগিয়ে যাওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। এনসিপি একটি নৈতিক রাজনীতির প্ল্যাটফর্ম—এখানে ব্যক্তিগত লাভের জায়গা নেই।’

সারজিস আলম আরও উল্লেখ করেন, ‘যারা ব্যক্তিগত উদ্দেশ্যে এনসিপিতে আসতে চান, তাদের আগের জায়গায় ফিরে যেতে হবে। এই দল জনগণের জন্য, ব্যক্তির জন্য নয়।’

সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর