Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ২২:৫৫ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ২৩:০০

‘বিবাহ বাড়ি’ কমিউনিটি সেন্টারে আগুন। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর মিরপুরের কালশীতে ‘বিবাহ বাড়ি’ কমিউনিটি সেন্টার ভবনের ৬ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মিরপুরের কালশী রোডে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ভবনের ছয় তলায় আগুন লেগেছে। রাত ১০টা ২২মিনিটে আমরা আগুন লাগার খবর পেয়েছি। আমাদের প্রথম ইউনিট ১০টা ২৭মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর বাকি ইউনিটগুলোও যোগ দিয়েছে।’

এদিকে, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন