Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক যুবদল নেতাকে গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ২৩:৫২ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ০০:০৪

সাবেক যু্বদল নেতা মফিজুল রহমান মুকুল। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া: জেলার নবীনগরে মফিজুল রহমান মুকুল নামের সাবেক এক যুবদল নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলা সদরে পদ্মপাড়ায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন তিনি।

মফিজুল উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক। গুলিতে আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার বিটঘর ও শিবপুর ইউনিয়নে দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে পেছন থেকে কয়েকজন দুর্বৃত্ত মফিজুলকে তিনটি গুলি করে পালিয়ে যায়। তবে কে বা কারা এই হামলা করেছে তা শনাক্ত করা যায়নি।

সদর হাসপাতাল স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, ‘মফিজুর রহমান মুকুলের শরীরের পেছনে তিনটা গুলি লেগেছে। পিঠের মাঝ বরাবর দুটি গুলি এবং শরীরের নিচের অংশে আরেকটি গুলি লেগেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলামকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীকে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর