Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী বিশ্বকাপ ২০২৫
হোটেলে ইঁদুরের উৎপাত, আতঙ্কে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ০৮:৪৬

ভারতের হোটেলে ইঁদুর আতঙ্কে অজি ক্রিকেটাররা

পরিস্থিতিটা শুধু একবার কল্পনা করুন। বিশ্বকাপের সময় ৫ তারকা হোটেলে একটি দলের রাতে খাবারের সময় পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে ইঁদুর! অবিশ্বাস্য এক কাণ্ড ঘটেছে চলমান নারী বিশ্বকাপে। ভারতের এক হোটেলে এই অকল্পনীয় ঘটনার সাক্ষী হয়েছেন অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটাররা।

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে অজিরা। ইন্দোরের বিশাখাপত্তনমে এই মুহূর্তে অবস্থান করছেন পেরি-হিলিরা। সেখানেই রাতে খাবার খাচ্ছিলেন দলের সবাই।

ঠিক সেই সময়ই তাদের ডাইনিং টেবিলের পাশ দিয়ে একটি ইঁদুর দৌড়ে চলে যায়। এই দৃশ্য দেখে কয়েকজন খেলোয়াড় আতঙ্কে চিৎকার করে ওঠেন, কেউ কেউ ইঁদুরের ভয়ে চেয়ারের ওপরে উঠে বসেন!

বিজ্ঞাপন

হোটেলকর্মীরা দ্রুত সেখানে ছুটে গিয়ে ইঁদুরটিকে ধরার চেষ্টা করেন। তবে ইঁদুরটি এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকায় পুরো ডাইনিং হলে একপ্রকার বিশৃঙ্খলা তৈরি হয়।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে এই ঘটনা নিয়ে একটি ভিডিও শেয়ার করে। সেখানে নারী ক্রিকেটাররা এই বিব্রতকর ঘটনার বর্ণনা দেন।

অজি অলরাউন্ডার কিম গার্থ বলেন, ‘আমরা তখন খাবার শেষ করে উঠতে যাচ্ছিলাম। হঠাৎ ইঁদুরটা দেখা দিল। আমরা ভেবেছিলাম ওটা চলে গেছে। কিন্তু ও আবার ফিরে এল। আর তখন সবাই একসঙ্গে চিৎকার করে উঠল।’

এই ঘটনায় বিশ্বকাপের মতো টুর্নামেন্ট চলাকালীন ভারতের হোটেলের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

'রিয়াল চুরির সঙ্গে অভিযোগও করে'
২৫ অক্টোবর ২০২৫ ০৯:৪৬

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর