Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে কীর্তন শুনে ফেরার পথে ট্রাকচাপায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ১১:১১ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১১:১২

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে কীর্তন শুনে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাতৈর ইউনিয়নের কানখড়দি মাদরাসার সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সাতৈর বাজারের ব্যবসায়ী মধু সাহা (৫০) ও নারান সাহা (৫৫)।

আহতরা হলেন- সঞ্জয় বণিক, নেপাল সাহা, বোচছ সাহা, টুকটুকি ও ভ্যানচালক সুমন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কয়েক জন মিলে কাদিরদী বাজার থেকে নাম কীর্তন গান শুনে অটোভ্যানযোগে সাতজন মিলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার সাতৈর ইউনিয়নের কানখড়দি মাদরাসার সামনে ফরিদপুরগামী বেপরোয়া গতিতে চলা একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা অটোভ্যানকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই দুই ব্যবসায়ী নিহত হন।

বিজ্ঞাপন

সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু বলেন, কাদিরদি এলাকা থেকে কীর্তন গান শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

জোড়া গোলে মেসির নতুন রেকর্ড
২৫ অক্টোবর ২০২৫ ১২:০৩

আরো

সম্পর্কিত খবর