Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিন ২ মন ইলিশসহ ২৬ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ১২:০২

অভিযানে আটক জেলেরা।

পটুয়াখালী: কলাপাড়ায় মা ইলিশ রক্ষার অভিযানের শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জাল ও ২ মন ইলিশসহ ২৬ জেলে আটক করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৪ অক্টোবার) রাত ১১টা থেকে আজ সকাল আটটা পর্যন্ত আন্ধারমানিক ও রাবনাবাদ নদী মোহনায় উপেজলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, রাত বারোটা পর্যন্ত আমাদের অভিযান চলবে। এই সময়ের মধ্যে কেউ নদী বা সাগরে নামলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহন করা হইবে।

বিজ্ঞাপন

পরে ইউএনওর নির্দেশে আটক প্রত্যেক জেলেকে ২ হাজার টাকা করে ৫৬ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ। এছাড়া জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরন করা হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর