Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটায় পর্যটন ব্যবসায়ীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ১৩:১৪ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৩:১৮

পর্যটন ব্যবসায়ীদের মানববন্ধন।

পটুয়াখালী: কুয়াকাটা পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে অশালীন আচরনের কারণে ভ্যাট কর্মকর্তা জামিউল আলমকে অপসারনের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন কুয়াকাটা হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ, সাধারন সম্পাদক সাইদুর রহমান, কুয়াকাটা জামায়াত ইসলামীর সাবেক আমির মাওলানা মাইনুল ইসলাম মান্নান ও খাবার রেস্তোরা মালিক সমিতির সভাপতি রেজাউল কলিমসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সদস্যরা। মানববন্ধনে পর্যটন সংশ্লিষ্ট ১৬টি পেশার সঙ্গে জড়িত শতাধিক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বক্তারা দ্রুত সময়ের মধ্যে ভ্যাট কর্মকর্তাকে অপসারন করা না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহনের হুশিয়ারি দেন। তবে এ ঘটনায় তদন্ত চলামান থাকায় এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি পটুয়াখালী কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহাকারী কমিশনার (ভ্যাট কর্মকর্তা) জামিউল আলম।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর জামিউল আলম কুয়াকাটার সৈকত হোটেলে গিয়ে ভ্যাট সংক্রান্ত বিষয়ে হোটেলের ম্যানেজারের সঙ্গে অত্যন্ত অশোভন আচরণ করেন বলে ব্যবসায়ীরা দাবি করেন।

বিজ্ঞাপন

জোড়া গোলে মেসির নতুন রেকর্ড
২৫ অক্টোবর ২০২৫ ১২:০৩

আরো

সম্পর্কিত খবর