Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ১৩:৪৯ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৬:১৬

জব্দ করা সারের বস্তা। ছবি: সারাবাংলা

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে মিয়ানমারে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতার করা যায়নি।

শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া।

এর আগে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী জিলা ঘাট থেকে সারের বস্তাগুলো আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচারের চেষ্টা হচ্ছে খবর পেয়ে উপজেলার চর তোরাব আলী জিলা ঘাটে অভিযান চালায় পুলিশ। সেখানে গিয়ে সার পাওয়া গেলেও এর কোনো মালিক পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, স্থানীয় কিছু ব্যক্তির যোগসাজসে সুবর্ণচর উপজেলা থেকে মিয়ানমারে পাচারের জন্য ট্রলারে সারের বস্তা বোঝাই করা হয়। এসময় পুলিশ আসার খবর পেয়ে পাচারকারীরা সটকে পড়ে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করেছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া আরও বলেন, আনমুানিক ৩০০ বস্তা সার আটক করা হয়েছে। সারের মালিকানা দাবি করে এখনো কেউ আসেনি। ইউরিয়া সার কোথায় থেকে ট্রলারে আসলো, কোথায় নিয়ে যাবে, প্রাথমিকভাবে এ বিষয়ে কিছু জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/জিজি