Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা পরিষ্কার করতে হবে: আখতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ১৫:০৫ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৭:৩২

শনিবার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন – (ছবি : সারাবাংলা)

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “জুলাই সনদের অর্জন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হলে এই বাস্তবায়নের পথরেখা জাতির কাছে পরিষ্কার করতে হবে।”

শনিবার (২৫ অক্টোবর) ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, “গত ১৭ অক্টোবরের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করিনি। আমাদের মতে, জুলাই সনদ স্বাক্ষর কেবল একটি আনুষ্ঠানিকতা। বাস্তবায়ন ছাড়া এই সনদ কেবল প্রতীকী হয়ে থাকবে। তাই আমরা বাস্তবায়ন প্রক্রিয়াকে মূল বিষয় হিসেবে দেখি।”

তিনি আরও বলেন, “আমরা কমিশনের সঙ্গে আলোচনায় আমাদের দাবিগুলো পুনর্ব্যক্ত করেছি। জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া, বিষয়বস্তু ও পরিধি জনগণের কাছে প্রকাশ করতে হবে। এই সনদকে ড. মুহাম্মদ ইউনূস সরকারপ্রধান হিসেবে জারি করবেন এবং আগামী সংসদে সংবিধানে প্রয়োগের মাধ্যমে এটি ২০২৬ সালের সংস্কারকৃত সংবিধানে রূপ নেবে— আমরা এমনটাই প্রত্যাশা করি।”

বিজ্ঞাপন

আখতার জানান, ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রস্তুত করছে, যা তারা এনসিপি’র পক্ষ থেকে অগ্রগতি হিসেবে দেখছেন।

তবে তিনি বলেন, “আদেশের বিস্তারিত এখনো আমাদের দেখানো হয়নি, ফলে সম্পূর্ণ আশাবাদী হতে পারছি না।”

তিনি আহ্বান জানান, “জুলাই ঘোষণাপত্রের মতো কোনো দলের চাপে পড়ে যেন এটি শুধুমাত্র কাগজে-দলিলে সীমাবদ্ধ না হয়। বাস্তবায়নপর্ব যেন কার্যকরভাবে উপস্থাপিত হয়— কমিশনকে সে বিষয়ে সর্বাধিক সতর্ক থাকতে হবে।”

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর