Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় বিদেশি অস্ত্র ও মাদকসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ১৫:০৫ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৬:৫২

বিদেশি অস্ত্র ও মাদকসহ আটক জামিল মালিথা। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: কুষ্টিয়ায় সীমান্ত এলাকা থেকে চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী জামিল মালিথাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি ও ৪৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

জামিল মালিথা দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মৃত মো. জালাল মালিথার ছেলে। শনিবার (২৫ অক্টোবর) বেলা ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক মো. মাহবুব মুর্শেদ রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দৌলতপুর উপজেলার আবেদের ঘাট এলাকায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি ও ৪৮ গ্রাম হেরোইনসহ জামিল মালিথাকে আটক করে। অভিযানে জব্দকৃত অস্ত্র ও মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬ হাজার ২০০ টাকা। আটক আসামি ও জব্দ মালামাল দৌলতপুর থানায় হস্তান্তর করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান রোধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে। সম্প্রতি সীমান্তজুড়ে একাধিক সফল অভিযানে অস্ত্র, গুলি ও মাদক জব্দ করা হয়েছে, যা বিজিবির মাদকবিরোধী তৎপরতারই ফল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর