গাজীপুর : জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন এবং ৫ দফা গণদাবি আদায়ের দাবিতে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২৫ অক্টোবর) সকালে জয়দেবপুরের শিববাড়ি মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতারা।
কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে শিববাড়ি মোড়ে সমবেত হন। ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কর’, ‘গণভোট চাই, জনগণের অধিকার চাই’, ‘স্বৈরাচার নিপাত যাক’-এসব স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণ আজ গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ। তারা অভিযোগ করেন, সরকারের স্বেচ্ছাচারী নীতি, রাজনৈতিক দমন-পীড়ন ও প্রশাসনিক নিপীড়নের কারণে সাধারণ মানুষ আজ ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। এই পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা পূরণ ও মুক্তির পথ দেখাতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির কোনো বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, জুলাই জাতীয় সনদ হচ্ছে জনগণের মুক্তির রূপরেখা, যা বাস্তবায়নের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র, ন্যায়ভিত্তিক সমাজ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। তারা দাবি করেন, এই সনদই দেশের বর্তমান সংকট উত্তরণের একমাত্র পথ এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন।
সমাবেশে কেন্দ্রীয় নেতারা বলেন, ‘জামায়াতে ইসলামী গণমানুষের আন্দোলনে বিশ্বাস করে। আমরা গণআন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করব। জুলাই সনদ বাস্তবায়ন করে দেশে ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা গড়ে তুলব।’
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের ঢাকা-গাজীপুর মহাসড়ক, টঙ্গী রোড ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় শিববাড়ি মোড়ে এসে শেষ হয়।