Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউ ইয়র্কের বাফেলোতে ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীদের কল্যাণে কমিটি গঠন

সাারাবাংলা ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫ ১৫:৪৬ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৮:০৪

ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীদের কল্যাণে গঠিত কমিটির সদস্যরা। ছবি: সারাবাংলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীদের কল্যাণে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে স্থানীয় ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীর মালিকানাধীন বেঙ্গল গ্রিল রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

সভায় এ কে এম হানিফকে সভাপতি, আল বাতেন সরকারকে সিনিয়র সহসভাপতি এবং লিয়াকত তারিফকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

এছাড়া মো. কিশোরকে সাংগঠনিক সম্পাদক ও ইব্রাহিম কামাল বুলবুলকে দফতর সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

কমিটির উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন বদরোজা রাজীব, আনোয়ারুল হক, আবুল কাশেম, এনামুল হক মনু ও আমানুল হক সেন্টু।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা জানান, নবগঠিত এই কমিটি বাফেলোতে বসবাসকারী ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীদের কল্যাণে কাজ করবে। প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থেকে একে অপরের সহযোগিতার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ প্রবাসী সমাজ গড়ে তোলাই এ কমিটির মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

২০২৫ সালে সড়কে ঝরেছে ৭৩৫৯ প্রাণ
১০ জানুয়ারি ২০২৬ ১৩:৫৯

আরো

সম্পর্কিত খবর