বাগেরহাট: ‘সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশকর্মী মো. নূর আলম শেখ সাত দিনের সফরে শনিবার (২৫ অক্টোবর) চীন যাচ্ছেন।
এই সম্মেলনে আমন্ত্রণ পেয়ে বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিলের নেতৃত্বে বাংলাদেশ থেকে যাচ্ছেন- খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জেল সোহেল, সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম এবং পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।
সফরকালে পরিবেশকর্মীরা চীনের স্থানীয় সরকারের আমন্ত্রণে বিজ্ঞান সম্মেলন এবং ওয়াটারকিপার এলায়েন্স’র আমন্ত্রণে এশিয়ান রিজিওনাল সামিটে যোগ দিবেন।
চীন সফরকালে পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ বেইজিং, হাংজো ও থাইজু শহরের নদী, পরিবেশ এবং বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন। কর্মসুচির মধ্যে রয়েছে নদী ও পরিবেশ রক্ষা বিষয়ক সেমিনার, ওয়ার্কশপ এবং গ্রুপ ডিসকাশন।
এছাড়া তারা উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা, রিভার ওয়াটার ইকোলজিক্যাল মিউজিয়াম, ওয়াটার কোম্পানি এবং সায়েন্স কম্যুনিকেশন প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
বাংলাদেশে নদী রক্ষা ও পরিবেশ আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চীন সরকার পরিবেশকর্মী মো. নূর আলম শেখকে ‘সাইন্স টু ইউ’ বার্ষিক ইন্টারন্যাশনাল ইভেন্টের পাশাপাশি নদী বিষয়ক এশিয়ান রিজিওনাল সামিটে আমন্ত্রণ জানিয়েছে।