ঢাকা: জামায়েত নেতা ডা. এসএম খালিদুজ্জামান বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম আন্দোলন করেছে জামায়াত।
শনিবার (২৫ অক্টোবর) আমেরিকার বাফেলের একটি হোটেলে বাংলাদেশি আমেরিকান কমুনিটি অব বাফেলা কতৃক জামায়াত আরির ডা. শফিকুর রহমানকে দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশী সম্মানিত নাগরিকরা বরাবরই বৈষম্যের স্বীকার হয়ে আসছে। যারা যখন ক্ষমতায় এসেছে, তারাই প্রবাসীদের ব্যবহার করেছে, কিন্তু তাদের ন্যায্য অধিকার দেয়নি। জামায়াত আগামী দিনে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সরকার গঠন করলে প্রবাসীদের সকল অধিকার রক্ষাকে প্রধান দায়িত্ব হিসাবে গণ্য করবে।
তিনি প্রবাসী বাংলাদেশিদেরকে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ভোটার হওয়ার আহ্বান জানান। এসময় ঢাকা-১৭ আসনের সম্মানিত প্রবাসী নাগরিকসহ সকল প্রবাসীদেরকে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বানও জানান ডা. এসএম খালিদুজ্জামান।