Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দর্শনা চেকপোস্ট দিয়ে ৩১ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ১৬:৪৬ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৮:০৪

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা স্থলবন্দরের চেকপোস্ট দিয়ে ৩১ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২৫ অক্টোবর ) দুপুরের পর তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। তাদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন নারী এবং তিন শিশু ও দুইজন তৃতীয় লিঙ্গ রয়েছেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান জানান, বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ৩১ বাংলাদেশি নাগরিককে ভারতের ৩২ বিএসএফ দীর্ঘ প্রক্রিয়া শেষে ফেরত দেয়। পতাকা বৈঠক শেষে ভারতের হেফাজত থেকে তাদের আনুষ্ঠানিকভাবে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদেরকে দর্শনা থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।

সারাবাংলা