Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

লোকাল করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ১৮:৩৪ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ২০:৩৫

প্রতীকী ছবি।

হিলি: দিনাজপুরের হাকিমপুরে পুকুরের পানি সেচতে গিয়ে অসাবধানতবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুকুরের মালিকসহ ছয় শ্রমিক আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সামাদ (৬৫)-কে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুস সামাদ (৬৫) অত্র এলাকার কাদিপুর গ্রামের কবির উদ্দিনের ছেলে।

এই ঘটনায় আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের হরিহরপুর পাকা রাস্তা থেকে ইশবপুর যাওয়ার পথে জনৈক মুশফিকুর রহমানের পুকুরের পানি সেচতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এই দুর্ঘটনায় আহতরা হলেন-একই এলাকার জামাত আলীর ছেলে মুশফিকুর রহমান (৫০), আব্বাস আলীর ছেলে আকরাম আলী (৭০), আসাদ মিয়ার ছেলে আ. আহাদ (৪০), বিশ্বনাথ উড়াওয়ের ছেলে সমা উড়াও (৫৫) ও বিজয় উড়াও (৪০)। এদের মধ্যে আকরাম আলী ও সমা উড়াওকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য সানোয়ার হোসেন লেবু মুঠোফোনে বলেন, ‘আজ বিকেলে মুশফিকুর রহমানের পুকুরে মটর লাগিয়ে পানি সেচতে ছিলেন মুশফিকুর রহমানসহ কয়েকজন শ্রমিক। পানি সেচা শেষে ১০ ইঞ্চির একটি পাইপ তুলতে গেলে অসাবধানতাবশত পাইপটি বিদ্যুতের মেইন তারে পড়ে যায়। এসময় বিদ্যুতের তার ছিড়ে পড়ে ঘটনা স্থলে থাকা ব্যক্তিরা আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সমা উড়াও (৫৫) বলেন, ‘মালিকসহ আমরা কয়েকজন শ্রমিক পুকুরের পানি সেচতে ছিলাম। কাজ শেষে পাইপ তুলতে গিয়ে বিদ্যুতের মেইন তারের উপর পরে যায়। বিদ্যুতের তার ছিড়ে আমাদের উপরে পরলে ঘটনা স্থলে আমরা আহত হই।’

হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত জাহিদ ইকবাল বলেন, আজ বিকেলে বিদ্যুতায়িত হয়ে কয়েকজন লোক হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক আব্দুস সামাদকে মৃত্যু ঘোষণা করেন। দুই জনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর