Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী ঢাকায় আসছেন রোববার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ১৮:৪১ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ২০:৩৫

পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি)-এর নবম বৈঠকে যোগ দিতে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক রোববার (২৬ অক্টোবর) ঢাকায় আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে দুই দেশের মধ্যে নবম জেইসি বৈঠক। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কৃষি সহায়তা, আর্থিক সেবা ও ব্যাংকসহ অন্যান্য সংশ্লিষ্ট খাত নিয়ে আলোচনা হবে। এ সময় দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকও সই হতে পারে।

সূত্র জানায়, জেইসি’র বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, পাকিস্তানের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে পেট্রোলিয়াম মন্ত্রী মালিক তিনদিনের সফরে ঢাকায় আসছেন।

বিজ্ঞাপন

ঢাকা সফরকালে জেইসি বৈঠকের পাশাপাশি আলী পারভেজ মালিক একাধিক সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করতে পারেন।

বাংলাদেশের সঙ্গে জেইসি অনুষ্ঠিত হয়ে থাকে বিভিন্ন দেশ ও জোটের সঙ্গে। এর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মূলত সব ধরনের অর্থনৈতিক সহযোগিতা জেইসির আলোচনার বিষয় হয়। দুই দেশের জেইসির সবশেষ বৈঠক হয়েছিল ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর ঢাকায়। এরপর দীর্ঘ ১৯ বছর কোনো বৈঠক হয়নি।

এদিকে জানা গেছে, পাকিস্তানের ইসলামাবাদ সফরে যাচ্ছেন বাংলাদেশ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে ২৮ অক্টোবর দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনার জন্য ইসলামাবাদ রওনা হবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর