Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎সাংবাদিকতায় এআই’র ব্যবহার নিয়ে টিএমজিবি-গিগাবাইটের কর্মশালা

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ১৯:৩৭ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৯:৩৮

এআই’র ব্যবহার নিয়ে টিএমজিবি-গিগাবাইটের কমর্শালা

ঢাকা: ‎বিপুল তথ্যভান্ডার থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা, যাচাইয়ের মাধ্যমে সেসব ব্যবহার করে দ্রুত খবর প্রস্তুত করায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যথাযথ ব্যবহারের মাধ্যমে কীভাবে এগিয়ে থাকতে পারেন সংবাদকর্মীরা, সে বিষয়ে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী রাজধানীর ধানমন্ডিতে টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) ও গিগাবাইটের যৌথ উদ্যোগে ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

‎বিসিএস ইনোভেশন সেন্টারে আয়োজিত ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন জার্নালিজম: ট্রান্সফর্মিং নিউজরুম ইন বাংলাদেশ’ শীর্ষক এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী। কর্মশালায় টিএমজিবির সদস্যরাসহ তথ্যপ্রযুক্তি বিটে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

‎কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন দিক ও বিভিন্ন টুলসের কার্যকরী ব্যবহার, ডিপ রিসার্চ, ডেটা বিশ্লেষণ, নিউজ অটোমেশন, ফ্যাক্ট চেকিং ও নৈতিক ব্যবহার বিষয়ে আলোচনা করা হয় সেমিনারে। অংশগ্রহণকারীরা বাস্তব উদাহরণসহ হাতে-কলমে প্রশিক্ষণ নেন।

‎কর্মশালায় সনদপ্রদান সেশনে উপস্থিত ছিলেন বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো. ওয়াহেদুল হাসান দিপু, মহাসচিব মোহাম্মদ মনিরুল ইসলাম ও কোষাধ্যক্ষ আবুল হাসান প্রমুখ।

‎কর্মশালায় টিএমজিবির সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, ‘বিশ্বজুড়ে গণমাধ্যম শিল্প দ্রুত বদলে যাচ্ছে, যেখানে সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও উপস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন দিগন্ত খুলে দিয়েছে। বাংলাদেশের সংবাদকর্মীদেরও এ প্রযুক্তি সম্পর্কে দক্ষতা অর্জন জরুরি, যাতে তারা সময়োপযোগী ও তথ্যভিত্তিক সাংবাদিকতা করতে পারেন। গিগাবাইট ও বিসিএসকে আন্তরিক ধন্যবাদ এ ধরনের আয়োজন ও সহযোগিতা করার জন্য।‘

‎অনুষ্ঠানে বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রায় প্রথাগত সাংবাদিকতায় আমূল পরিবর্তন এসেছে। এখন আধুনিক এআই টুলস ও এআইয়ের যথাযথ ব্যবহার ছাড়া সময়ের সঙ্গে তাল মেলানো সম্ভব হবে না। তবে এআই ব্যবহারে আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে এআই এর মাধ্যমে মিথ্যা ও ভুয়া তথ্য আমাদের সামনে অনেক সমস্যা তৈরি করতে পারে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সবচেয়ে সচেষ্ট থাকতে হবে। এআই ব্যবহার করতে হবে, তবে এআই যেনো আপনাদেরকে ব্যবহার করতে না পারে সেই বিষয়েও সতর্ক থাকতে হবে।‘

‎কর্মশালায় স্মার্ট টেকনোলজিসের প্রডাক্ট ম্যানেজার (গিগাবাইট) তানজিম চৌধুরী বলেন, ‘বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে কম্পিউটার পেরিফেরাল সরবরাহে অগ্রণী ভূমিকা পালন করে আসছে গিগাবাইট। এআই প্রযুক্তির উন্নয়নের ধারাবাহিকতায় গিগাবাইটও তাদের পণ্যে এআই এর সন্নিবেশসহ অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে বাজারে আনছে। টিএমজিবির সঙ্গে সাংবাদিকতায় এআই এর ব্যবহার নিয়ে কর্মশালা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আগামীতেও এ ধরনের আয়োজনে আমাদের সহযোগিতা অব্যহত থাকবে।’

বিজ্ঞাপন
‎ ‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর