Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

ঢাবি করেস্পন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ২১:৫৫ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ২৩:২৩

জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি নিজেই।

শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ ঘটনা ঘটে। তবে ককটেল নিক্ষেপ তার কোনো ক্ষতি হয়নি।

ঘটনাটি জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন জাতীয় ছাত্রশক্তির নেতা আবু বাকের মজুমদার।

পোস্টে তিনি লিখেছেন, ‘কিছুক্ষণ আগে ৮টা ২৩-২৪ মিনিটের সময় ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমার বাইকের সামনে ককটেল মারা হয়েছে। রূপায়ণ টাওয়ারে সাংগঠনিক মিটিংয়ের উদ্দেশে যাচ্ছিলাম।’

রাজনৈতিক কারণে তিনি এক্সটার্নাল এবং ইন্টারনাল অনেকের শত্রু হয়েছেন উল্লেখ করে নিজের পোস্টে আবু বাকের আরও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, এখনো সুস্থ আছি, দোয়া করবেন।’

বিজ্ঞাপন
সারাবাংলা/কেকে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর