Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় পৌরসভার ৩ গাড়িতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ২০:৩৪ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ২৩:২৪

পৌরসভার গাড়িতে আগুন জ্বলছে।

ভোলা: ভোলার নতুন বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় পৌরসভার তিনটি গাড়িতে ( ময়লা ও মালামাল পরিবহনের ট্রাক) আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নতুন বাজার চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গাড়িগুলোর বডি ও ইঞ্জিনসহ অনেকাংশ পুড়ে গেছে।

ভোলা পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান জানান, পৌরসভার জমিতে করা অবৈধ দোকান উচ্ছেদ করার সময় বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলছে। ভিডিও ফুটেজ দেখে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে। আর অবৈধভাবে দখলকরে রাখা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার উচ্ছেদ অভিযানকারীরা নতুন বাজার চত্বরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনের পাশের কয়েকটি দোকান উচ্ছেদ করে পৌরসভার গাড়িতে তোলে। এ সময় গাড়ির (ট্রাকের) ওপরে রাখা দোকান ঘরগুলোতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা। সংঘবদ্ধ চক্রটি আগুন দেওয়া গাড়ির কাছে কাউকে ভিড়তে দেয়নি। পরে স্থানীয়দের সহায়তায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গাড়ি তিনটি পুড়ে যায়।

ঘটনার পর পরই সরেজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান। তিনি ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাচনাইন পারভেজ জানান, তারা খরব পেয়ে ঘটনাস্থলে এসেছেন। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, অভিযানের বিষয়ে পৌরসভা পুলিশকে কিছু জানায়নি এবং সহায়তাও চায়নি।

স্থানীয় অনেকের অভিযোগ, জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যলায় ও থানার সামনে এমন ঘটনা দুঃখজনক। থানার কয়েক মিটারের মধ্যে এ এমন ঘটনায় পুলিশ এসেছে প্রায় এক ঘণ্টা পর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর