খুলনা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, যেহেতু আওয়ামী লীগ নেই, তাই দ্বিতীয় সারির একটি রাজনৈতিক দল এখন ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টায় খুলনার তেরখাদা উপজেলায় তেরখাদা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা মহিলা দলের নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হেলাল বলেন, ‘পৃথিবীতে জান্নাতের সুসংবাদ একমাত্র একজন মানুষ পেয়েছেন, বাকিরা কেউ জানে না তাদের জন্য জান্নাত তৈরি আছে। অথচ এখন ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের ইতিহাসে প্রথম মহিলাদের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি বারবার ক্ষমতায় গিয়ে দেশের জন্য কাজ করেছে, মানুষের কল্যাণে কাজ করেছে।’
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট বলেছেন ‘সবার আগে বাংলাদেশ’। বিএনপি সরকার গঠন করলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কৃষির উন্নয়নে আধুনিক উপকরণ সরবরাহ এবং এ অঞ্চলে উন্নতমানের হিমাগার স্থাপন করা হবে। জনগণকে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপির পক্ষে কাজ করতে হবে। বিশেষ করে মহিলা দলের দায়িত্ব সবচেয়ে বেশি—বাড়ি বাড়ি গিয়ে বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক তছলিমা খাতুন ছন্দা। সভাপতিত্ব করেন কহিনুর বেগম, সভাপতি তেরখাদা উপজেলা মহিলা দল এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা বেগম।
সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু ও এনামুল হক সজল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম মল্লিক, রুপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, চৌধুরী কাওছার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।